মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

‘ভয়ংকর’ রূপে হ্যারিকেন অ্যারিন, সতর্কতা জারি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৭ দুপুর

হ্যারিকেন অ্যারিন এখনও ‘ভয়ংকর’ রূপে বিরাজ করছে এবং বর্তমানে এটি ‘আইওয়াল রিপ্লেসমেন্ট সাইকেল’ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। হ্যারিকেন সেন্টার সতর্ক করে বলেছে, কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার আটলান্টিক মহাসাগরে দ্রুত শক্তি সঞ্চয় করে অ্যারিন ক্যাটাগরি–৫ হ্যারিকেনে রূপ নিয়েছিল। তবে কিছুটা দুর্বল হয়ে বর্তমানে এটি ক্যাটাগরি–৪ অবস্থায় রয়েছে।

ক্যাটাগরি–৪ হ্যারিকেন মানে এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় অন্তত ১৩০ মাইল (প্রায় ২১০ কিমি) বা তার বেশি।

হ্যারিকেন সেন্টারের মতে, আগামী কয়েক দিনে ঝড়টির তীব্রতায় ওঠানামা হতে পারে, কারণ এর অভ্যন্তরীণ কাঠামোয় পরিবর্তন ঘটছে। অ্যারিনের কেন্দ্র বর্তমানে উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জের (যার মধ্যে ভার্জিন দ্বীপপুঞ্জ রয়েছে) উত্তর দিকে অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার এটি ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকো থেকে সরে যাবে এবং রোববার রাত থেকে সোমবারের মধ্যে তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পূর্ব বাহামার পূর্ব দিক দিয়ে অতিক্রম করবে।

এক কারণে কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে হ্যারিকেন সেন্টার সতর্ক করেছে।

প্রসঙ্গত, অ্যারিন শুক্রবার একটি ক্রান্তীয় ঝড় থেকে হ্যারিকেনে পরিণত হয় এবং এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আবহাওয়াবিদরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষকে অ্যারিনের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত