পূর্বধলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:২০ দুপুর
_original_1755498028.jpg)
নেত্রকোনার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে আসমা খাতুন ওরফে মৌমিতা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মৌমিতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেঙ্গুয়া গ্রামের মমিনুল ইসলাম ও বেদেনা বেগমের মেয়ে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মাঝে মধ্যে নানির বাড়ি খাটুয়ারিতে থাকত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নানির ঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৌমিতা। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ৮ থেকে ১০ বছর আগে মৌমিতার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পারিবারিক অস্থিরতার কারণে কিশোরী হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।