অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি

মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৯ দুপুর
_original_1755512332.jpg)
চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথী মিত্র ।
সভাপতিত্ব করেন সিনিয়র দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার মো: বিল্লাল হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ফারুখ মহলদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের পুষ্টি ও অর্থনীতির অন্যতম অবলম্বন। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং অনিয়ন্ত্রিত মাছ ধরা বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাছ চাষে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, দামুড়হুদার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ । প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্তুরে সকলের মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বি এন পির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির নায়েব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ন কবীর, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।
বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনার রশিদ , দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ সহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দু।
অতিথিরা তাদের বক্তব্য বলেন, দেশের আপামর জনগোষ্ঠীর নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নদ-নদী, খাল-বিল, পুকুর, হাওর-বাওড় নিয়ে বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আছে ৩৮.৬ লক্ষ হেক্টর, আর বদ্ধ জলাশয় আছে ৮.৫ লক্ষ হেক্টর এবং দক্ষিণের সুবিস্তৃত ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা আমাদের মৎস্য সম্পদের উৎস। মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা, টেকসই আহরণ ও উৎপাদনে সরকার কার্যকর, সময়োপযোগী, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তাই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। গবেষণালব্ধ, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব মৎস্য আহরণ, মৎস্য চাষ এবং সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনার পাশাপাশি অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ; যেমন- রুই, কাতলা, মৃগেল, ময়না তারা, পুঁটি, টেংরা, কৈ, শিং, মাগুর, শৈল, টাকি, বাইন,বোয়াল, আইড়সহ অন্যান্য বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা ও এর টেকসই ব্যবস্থাপনার দৃঢ় প্রত্যয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হলো।
আলোচনার পূর্বে একটি বিশাল র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ করে দামুড়হুদা উপজেলা মিলানাতনের সামনে এসে ।
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দামুড়হুদা উপজেলায় কয়েকজন কে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে জাতীয় মৎস্য পদক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট ২০২৫ প্রদান করা হয়।
উল্লেখ্য ২০২৫ সালের এই মৎস্য সপ্তাহের কর্মসূচিতে কেন্দ্রীয়ভাবে সারাদেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।