মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পূর্বধলা বাজার, উপজেলা চত্বর ও কলেজ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। 

এতে সভাপতিত্ব করেন জীবনকৃষ্ণ দে।  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সরকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।

অন্যদিকে দুপুরে হোগলা বাজারের শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া মন্দির থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হোগলা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। 

এতে সভাপতিত্ব করেন মদন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম সেন।  প্রধান অতিথি ছিলেন পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিন্টু দে।

বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে দেশ ও সমাজের শান্তি, মঙ্গল এবং সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত