নেত্রকোনায় জেলা বিএনপির বর্ধিত সভা, সকলকে ঐক্যের আহ্বান

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:২৬ বিকাল
_original_1755503701.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু,সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।
এছাড়া জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির ও রাজু আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আশিকুর রেজা, জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু ও সদস্য সচিব গজনবী চয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।