মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

বিকাশ কর্মী রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ আগস্ট ২০২৫, ১১:৫২ দুপুর

বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা সদরের পদ্মা এন্টারপ্রাইজের সামনে বাংলালিংক ডিস্ট্রিবিউশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজার মিটু সাহা, সুপারভাইজার দিপ্ত সাহা, আরএসও আবুল বাশার, আরএসও আনিস, আরএসও মাসুদ ও আরএসও মোশারফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রিজনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং মোবাইল টেলিকমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পরে নিহত রিজনের মৃত্যুতে কালো শোকবেশ ধারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ১০ আগস্ট নিহত রিজন তালুকদার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে তিন দিন পর মঙ্গলবার সকাল দিকে আটপাড়া উপজেলার স্বল্পদশই ইউনিয়নের ঘাগড়া গ্রামের কাছে মঘড়া নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত