শেরপুরে হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী পালিত

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:৫২ দুপুর

শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আন্দন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়েদুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী, শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, জেলার পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সুব্রত দে সদস্য সচিব পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু ধর্মীয় শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধা সেজে শুভযাত্রায় ৬ থেকে ৭শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এর পরে মন্দির প্রাঙ্গণে জিতেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে সুব্রত দে এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলাহয়।