মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন


  মোঃ হাসান খান

প্রকাশ :  ১৮ আগস্ট ২০২৫, ০৪:১২ দুপুর

নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ (১৮ আগস্ট) সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 
পরে উপজেলা পরিষদ পুকুরের পানিতে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তা, পাবদা চাষে জাতীয় মাছ চাষ ক্যাটাগরিতে ১ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
 
সদ্য যোগদানকৃত মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা,বিএফডিসি ম্যানেজার মোঃ রিয়াদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ,সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাংবাদিক রউফ খান ঠাকুর, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত