ফুলপুরে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মোতালেব সরকার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:০২ দুপুর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহ ফুলপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট শুক্রবার ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দোয়া মাহফিলে যোগ দেন। পরে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ১৪৬,ময়মনসিংহ -২ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন তালুকদার।
এতে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হক সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।