মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জম্মু-কাশ্মীরে গোলাগুলি দুই ভারতীয় সেনা নিহত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৩ আগস্ট ২০২৫, ০৩:১৯ দুপুর

ভারতের জম্মু ও কাশ্মীরের উরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ভারতীয় সেনারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলিতে হাবিলদার অঙ্কিত এবং সিপাহী বানোথ অনিল কুমার তাদের পোস্ট রক্ষা করার সময় মারাত্মক আহত হন। পরে একজন মারা যান। আর অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

অপারেশন সিন্দুরের পাক-ভারত সীমান্ত গত দুই মাস শান্ত ছিল। কিন্তু সম্প্রতি উভয় দেশের মধ্যে বাকযুদ্ধ শুরুর পর সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত