কলমাকান্দায় সিপিবির সম্মেলন

ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৭ দুপুর

নেত্রকোণার কলমাকান্দায় গতকাল জেলা পরিষদ অডিটরিয়ামে সিপিবির ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহীন হোসেন প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাক্তার দিবালোক সিংহ ও জেলা সিপিবির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।।
সম্মেলনে আটটি ইউনিয়ন হতে বিপুলসংখ্যক সদস্য যোগদান করেন। সম্মেলনে গুরুত্বপূর্ণ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বিশাল রেলি বিভিন্ন শ্লোগানসহ সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।