সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়: দুদু


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১০ আগস্ট ২০২৫, ১১:১৫ দুপুর

যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা মূলত নির্বাচনের ভয়ে এই পদ্ধতিকে সমর্থন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছেন তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বাস্তবভাবেই ভয় রয়েছে। বিশেষ করে ইসলামী দলগুলো। যেমন- ইসলামী আন্দোলন, যাদের কখনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগের শাসনামলে এই দলগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। বরিশালের সাম্প্রতিক নির্বাচনে তাদের পীরের ওপর আক্রমণের পর তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর আগে তারা আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতা পেত এবং আওয়ামী লীগকে পেয়ারের সংগঠন হিসেবে বিবেচনা করত।

শামসুজ্জামান দুদু আরও বলেন, যদি পিআর পদ্ধতি জনপ্রিয় হয়ে থাকে, তাহলে যারা তা সমর্থন করছেন তারা তাদের কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত করে নির্বাচনে জয়লাভ করুন এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এই পদ্ধতি চালু করুন।

তিনি উল্লেখ করেন, যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে সরকারের স্থিতিশীলতা কমেছে।

নেপালের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারকে স্থিতিশীল রাখা খুব জরুরি। পিআর পদ্ধতি সেই নিশ্চয়তা দিতে পারে না।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো রাজনৈতিক দল স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে সেটি তাদের ব্যর্থতা। রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতে পারে, যেগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো হয়। দাবিগুলো যদি জনপ্রিয় হয়, তাহলে ওই দল নির্বাচিত হবে। তবে নিজেদের দাবির জন্য অন্যদের ক্ষতি করা উচিত নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত