সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ঢাবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ৬ জন বহিষ্কার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ আগস্ট ২০২৫, ১১:২৫ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

৫৯৩ জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের নাম থাকার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শুক্রবার (০৮ আগস্ট) কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্কের জেরে তদন্ত কমিটি গঠন করে ঢাবি শাখা ছাত্রদল।

রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিতর্কের পরিপ্রেক্ষিতে ঢাবিতে ছাত্রদলে পদ পাওয়া ৬ জন বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত