সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১০ আগস্ট ২০২৫, ০৩:৫৮ দুপুর

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব।
 
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনারই বিচার হয়নি। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
 
মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি  আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি  রোকন উদ্দিন লস্কর, দৈনিক আমার দেশের প্রতিনিধি আলা উদ্দিন আল রনি,  দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শংকর পাল সুমন,  মাই টিভির প্রতিনিধি রাজিব দেব রায় রাজু ও  বাংলা টিভি প্রতিনিধি  হামিদুর রহমান প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত