সীমিত হল টিসিবির খোলাবাজারে পণ্য বিক্রি

আরবান ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:১৪ দুপুর

রোববার থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির খোলাবাজারে পণ্য বিক্রি কার্যক্রম। সারাদেশের ৬৪ জেলায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করলেও এবার ঢাকাসহ চার মহানগর এবং পাঁচ জেলায় পণ্য বিক্রি করবে। এবার বাড়ানো হয়েছে পণ্যের দামও। এ কার্যক্রম ঢাকা মহানগীরে ১৩ সেপ্টেম্বর এবং ঢাকার বাইরে ৩টি মহানগর ও ৫ জেলায় ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে টিসিবি।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা গেছে, গত মার্চ মাসে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি করলেও এবার মশুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকা, ভোজ্যতেল কেজিতে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং চিনি কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা করা হয়েছে। তবে গত মার্চের তুলনায় পণ্যের দাম বাড়লেও মে মাসের তুলনায় কমেছে।
সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপপরিচালক (বাণিজ্যিক) শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান।
এর পাশাপাশি রোববার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫, গাজীপুর মহানগরীতে ৬, কুমিল্লা মহানগরীতে ৩, ঢাকা জেলায় ৮, কুমিল্লায় ১২, ফরিদপুরে ৪, পটুয়াখালীতে ৫ ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন এ কার্যক্রম চলবে।
শুক্রবার বাদে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি করবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন বলে জানানো হয়েছে।
এবার একজন ক্রেতা কেজি প্রতি ৭০ টাকা দামে ২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১১৫ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল এবং ৮০ টাকা দামে ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাঝে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে। বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজি বিক্রি করছে টিসিবি। সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মে মাসে টিসিবি ট্রাকসেলে দেশব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হয়।