সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন ও দ্রুত বিচারের দাবি


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ০৯ আগস্ট ২০২৫, ০৪:০১ দুপুর

গাজীপুরে প্রকাশ্যে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সহ-সভাপতি এমএ সবুর, আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির খান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলামসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌঁড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই যৌথ অভিযানে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত