নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক ২

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:১০ বিকাল
_original_1754737804.jpg)
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গত শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা বাজারের পূর্ব পাশে নেত্রকোনা–কেন্দুয়া পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। পরে ওই মাইক্রোবাসটি তল্লাশি করে এতে ৯ কেজি গাঁজা পাওয়ার পর তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদর ক্যাম্পের একদল সেনা সদস্য এই অভিযানে অংশ নেয়। আজ শনিবার (৯ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন, গোপালগঞ্জের টুংগিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের নুরু মৃধার ছেলে মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের ছেলে অপু চোকদার (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মাদক পরিবহনের গোপন খবর পেয়ে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা বাজারের পূর্ব পাশে নেত্রকোনা–কেন্দুয়া পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর একটি দল। রাত ১১টার দিকে সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে ভেতরে লুকানো ৯ কেজি গাঁজা পাওয়ার পর মাইক্রোবাসে থাকা দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ কর হয়। এসব মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া আটককৃত নোহা মাইক্রোবাসটির (রেজি. নং মেট্রো চ-১৪-১৪৮৮) বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।