সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উযাপিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫২ রাত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৯ আগস্ট শনিবার শেরপুরের আদিবাসী পল্লীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে এক প্রীতি সমাবেশ ও ফুটবল ম্যাচ এবং ঝিনাইগাতী উপজেলায় মরিয়ম নগর ধর্মপল্লীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নালিতাবাড়িতে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ-এর আয়োজনে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরেন চন্দ্র বর্মন। 

এ সময় অন্যান্যের মাঝে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ট্রাইবাল নেত্রী কেয়া নকরেক, হাজং নেতা সুকুমার হাজং, প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মন, আইপি ফেলো সুমন্ত বর্মন, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, শিক্ষক এস.এম. আবু হান্নান, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য হাজং কমিউনিটির নেতা বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি প্রবীণ শিক্ষক সুকুমার হাজং এবং বর্মন নেতা প্রবীণ শিক্ষক মনীন্দ্র চন্দ্র বর্মণকে সম্মাণনা স্মারক প্রদান করা হয়। 

এর আগে হাজং একাদশ বনাম বর্মন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমী স্থাপনের দাবী জানানো হয়। এতে হাজং, বর্মন, গারো, কোচ, হদি সহ স্থানীয় নৃ-জনগোষ্ঠির অর্ধ-শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।  

অপরদিকে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে সকালে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলা শাখার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি মি:অসীম ম্রং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অঞ্জন আরেং, মরিয়মনগর প্যারিস কাউন্সিল এর চেয়ারম্যান অনার্শন চাম্বগং, ভাইস চেয়ারম্যান সুজল চিসিম,  বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন এর সভাপতি রয়েল কোচ, লিয়া হাগিদক প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রীতি ফুটবল ম্যাচ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মরিয়মনগর ধর্মপল্লীর বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও আদিবাসী শিল্পী বৃন্দ অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত