ভোলাগঞ্জে পাথর লুট
১৫শ জনকে আসামি করে মামলা

আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৪ দুপুর

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দল বেঁধে পাথর লুটের এক সপ্তাহেও প্রশাসন কোনো মামলা করেনি। তবে গতকাল শুক্রবার প্রথমবার এ লুটের ঘটনায় মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। কোম্পানীগঞ্জ থানায় সংস্থাটির যুগ্ম পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দেড় হাজার লোককে আসামি করে মামলা করেন।
এদিকে সরকারের ওপর মহলের নির্দেশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাতে পাথর লুটে অভিযুক্ত ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য পদ হারানো সভাপতি সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালোনো হয়। ওই সময় তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার ছনবাড়ি সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন।