মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ভালুকায় কাভারভ্যান চাপায় সিএনজি যাত্রী নিহত


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ১২ আগস্ট ২০২৫, ০৫:০৬ বিকাল

মনসিংহের ভালুকায় কাভারভ্যান চাপায় সিএনজিতে থাকা আবু সাঈদ (৩২) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আবু সাঈদ নীলফামারী সদর উপজেলার লক্ষিচাঁপ গ্রামের আজিজুর রহমানের ছেলে। আবু সাঈদ উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকার কোকাকোলা কারখানায় চাকুরি করতেন। তিনি সিডস্টোর থেকে সিএনজি যোগে ভালুকায় যাচ্ছিলেন।

জানা যায়, সোমবার (১১আগষ্ট) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহ গামী একটি সিএনজি অটোরিকশাকে পিছন থেকে একটি কাভারভ্যান ধাক্কা দেয়, সিএনজিতে থাকা যাত্রী আবু সাঈদ ছিটকে রাস্তার মাঝে পড়ে যায়, এ সময় পিছন দিক থেকে আসা গাড়িটির চাপায় আবু সাঈদ গুরত্বর আহত হয়, পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাভারভ্যান ও সিএনজি জব্দ করা গেলেও চালকেরা পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত