মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শিরোনাম

র‍্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটা সরকার দেখবে: ডিজি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১২ আগস্ট ২০২৫, ০১:৫৮ দুপুর

সম্প্রতি বিভিন্ন মহলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তি নিয়ে আলোচনা চলছে। তবে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, তারা এ নিয়ে চিন্তা করছেন না, বিষয়টি সরকার দেখবে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‌্যাব ডিজি বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব, কিভাবে অপরাধ দমন করব, কীভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে চলাফেরা করার সুযোগ দেব, যেন তারা ছিনতাইয়ের সম্মুখীন না হয়, চাঁদাবাজের সম্মুখীন না হয়, দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে, এসব নিয়ে।  

তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি। এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্য আমরা সবচেয়ে বেশি চিন্তাভাবনা করছি। সুতরাং র‍্যাব বিলুপ্ত হবে কি হবে না। এই নিয়ে এই মুহূর্তে আমরা কোন চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।

আরেক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা ৫ আগস্টের পর এ পর্যন্ত দেখছেন র‍্যাব কীভাবে কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত