শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ২৬ মে ২০২৫, ১০:৪৬ দুপুর

গতকাল রবিবার (২৫ মে) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১১ টায় অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথি মিত্র।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ভূমি কর্মকর্তা কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কাপাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা কবি নজরুলের আটচালা ঘরের সামনে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালির পর কাপাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কবি নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও বিদ্রোহী ভাবধারার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “কবি নজরুল তার জীবনের কাজের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং বিদ্রোহী চেতনা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পথ তৈরি করেছেন।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে এই মহান কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় এবং তার লেখনী তরুণদের জন্য এক গুরুত্বপূর্ণ দিশা বলে অভিমত প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল গীতি, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রাণবন্ততা বৃদ্ধি পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত