ফুলপুর তারাকান্দা রোডে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

মোতালেব সরকার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:৪৮ দুপুর
_original_1753159688.jpg)
সেবাই আদর্শ- এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ-ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করেন।
বাস সার্ভিসগুলো ময়মনসিংহ থেকে ফুলপুর তারাকান্দা পর্যন্ত চলাচল করবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ও তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান,বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন
উদ্বোধন কালে সুন্দর আচরণ ভালো মানের সার্ভিস ও যাত্রী বান্ধব সেবা প্রধানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহবান জানান উদ্বোধকরা।এই সময় তারা বলেন ফুলপুর তারাকান্দার নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।