দোস্ত এইডের উদ্যোগে মেলান্দহে ৫০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:০১ দুপুর
_original_1753261175.jpg)
শারীরিকভাবে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। চলাচলের স্বাধীনতা ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে সংস্থাটি ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উন্নতমানের হুইলচেয়ার বিতরণ করেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার নির্বাহী অফিসার এসএম আলমগীর। তিনি বলেন, “শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনকে সহজ করতে যে সহায়তা প্রয়োজন, দোস্ত এইড তা অত্যন্ত মানবিক ও সময়োপযোগীভাবে বাস্তবায়ন করছে। এই হুইলচেয়ারগুলো তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।”
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান বলেন, “সরকারি সহযোগিতার পাশাপাশি এনজিওগুলোর এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দোস্ত এইড যে নিবেদন ও আন্তরিকতায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে, তা সমাজকে আরও মানবিক ও সমন্বিত করে তুলবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন,
“প্রতিবন্ধীদের শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সহায়ক উপকরণ ও সমাজে মর্যাদার আসন। দোস্ত এইড সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা চাই, তারা যেন আত্মমর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, পিআরও মুজাহিদুল ইসলাম, দোস্ত এইডের কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, সাজু আহমেদসহ আরও অনেকে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়, যা তাদের স্বাভাবিক চলাচল, আত্মমর্যাদা ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একজন উপকারভোগী পুরুষ বলেন, “আমি একটি পা হারিয়েছি দুর্ঘটনায়। অনেকদিন ধরে চলাফেরায় সমস্যায় ছিলাম। এই হুইলচেয়ারটা পেয়ে মনে হচ্ছে যেন আমার হারিয়ে যাওয়া ক্ষমতাটা কিছুটা ফিরে পেলাম। আল্লাহ দোস্ত এইডের সকলকে উত্তম প্রতিদান দিন।”
প্রসঙ্গত, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশন এবং জীবিকাভিত্তিক সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।