মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিশেষ মোনাজাত

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:২৭ রাত
_original_1753280011.jpg)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার স্কুল শেষে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত একজন শিক্ষকসহ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারন ও শোক সইবার ক্ষমতা প্রার্থনা করা হয়। সেই সাথে পূর্বধলা উপজেলার পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোবারক ইসলাম তালুকদার গত সোমবার বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরণ করায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ইসলাম ধর্র্মীয় শিক্ষক মাও: আছাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব, সহকারী প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মো: মোখলেছ উর রহমান সরকার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মো: ফারুক হোসেন ফকির সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনজুর হোসেন আকন্দ (কাজল) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বধ্বিস্থ হয়। বভিন্নি গণমাধ্যমে দয়ো তথ্য অনুযায়ী র্সবশষে প্রায় ৩১জন প্রাণ হারয়িছেনে এবং প্রায় একশো জনরে মত আহত হয়ছেে । এ ঘটনায় গতকাল সারা দশেে রাষ্ট্র ঘোষতি রাষ্ট্রীয় শোক পালন করা হয়।