কলমাকান্দায় নাজিরপুর এপিতে কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান

ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৬:১৫ বিকাল

নেত্রকোণার কলমাকান্দায় নাজিরপুর এপি তে বুধবার ওয়ার্ল্ড ভীষণ বাংলাদেশ নাজিরপুর এ পির উদ্যোগে গ্রাম উন্নয়ন কমিটি ও উন্নয়ন কার্যক্রম হস্তান্তর ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এপি ম্যানেজার মি:পরিতোষ রেমা এতে সভাপতিত্ব করেন।
সিনিয়র প্রগ্রাম অফিসার উজ্জ্বল রেমা ও প্রোগ্রাম অফিসার মৌরস্মী ঘাগ্রা লিমার সঞ্চালনায় সভায়, প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা সমবায় অফিসার ফেরদৌস আলম ভূইয়া,এপি ফেইজ আউট কমিটির সভাপতি নিশিকান্ত জাম্বিল ও সিনিয়র সাংবাদিক মো ফখরুল আলম খসরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, মনজুরুল হক,তৃপ্তি হাজং,সবুজ মিয়া, তপন বনোয়ারী, ইউসুফ আলি,আশরাফুল আলম,সৌরব, নাজমুল হক, নাসিমা মেম্বার।
গ্রাম উন্নয়ন কমিটি, কার্যক্রম হস্তান্তর,সভায় অংশগ্রহণ করেন, গ্রাম উন্নয়ন কমিটির সকল সদস্য, শিশু ও যুব ফোরাম সদস্য, সিবিও সদস্য সহ সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।।