শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

কেশবপুরে কবরস্থান জলাবদ্ধ থাকায় দাফন করা হলো অন্যত্র


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ২২ জুলাই ২০২৫, ১১:০৯ দুপুর

যশোরের কেশবপুরে পারিবারিক কবরস্থান জলাবদ্ধতার পানিতে ডুবে থাকায় আব্দুল মজিদ মোড়ল (৮৫) নামে এক ব্যক্তিকে অন্যত্র দাফন করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার ভবানীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে ওই ব্যক্তির পারিবারিক কবরস্থান জলাবদ্ধ হয়ে পড়ে। যে কারণে একই এলাকার প্রতিবেশী আরিফুর রহমানের পারিবারিক উঁচু কবরস্থানে তাকে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে পৌরসভার ভবানীপুর এলাকার আব্দুল মজিদ মোড়ল মারা যান। তাদের পারিবারিক কবরস্থান জলাবদ্ধতার পানিতে তলিয়ে থাকায় মানবিক দিক বিবেচনা করে একই এলাকার আরিফুর রহমান তাদের কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করার অনুমতি দেন।

এলাকার সাবেক পৌর কাউন্সিলর আতিয়ার রহমান বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থান জলাবদ্ধ থাকায় তাকে প্রতিবেশির উঁচু কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত