ফুলপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ

মোতালেব সরকার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:৫৩ দুপুর

ময়মনসিংহের ফুলপুরে অগ্নিকাণ্ডে, পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নিহত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৯টি পরিবারকে প্রায় আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জানা যায়, অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার পাইস্কা গ্রামের মাসুদ হোসেনের পুত্র ফারুক ও আলী হোসেনের পুত্র রুস্তমকে সাড়ে ৭ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অনুদানের চেক দেওয়া হয়েছে। আর ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত নওমুসলিম আব্দুল মোতালেবের স্ত্রী পারভীনকে ২৫ হাজার টাকা, ২০ জুন সড়ক দুর্ঘটনায় নিহত কাজিয়াকান্দা গ্রামের ফরিদের স্ত্রী কামরুন্নাহারকে ২৫ হাজার টাকা, নিশুনিয়াকান্দা গ্রামের জহের আলীর স্ত্রী মরিয়মকে ২৫ হাজার টাকা, এভাবে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বওলা গ্রামের পপি আক্তারের স্বামী হায়াতুর রহমানকে, পুটিয়া গ্রামের আবু নাঈমের পিতা দুলাল মিয়াকে, পানিতে ডুবে বিহারাঙা গ্রামের ২ বছরের শিশু মুরসালিনের পিতা মাফিজুর রহমানকে, মোকামিয়া গ্রামের তাশরিফ আহমেদের পিতা শামীমকে, লাউয়ারি গ্রামের রাব্বির পিতা নবী হোসেনকে ও বিহারাঙা গ্রামের বক্তার উদ্দিনের স্ত্রী শাহিদা খাতুনকে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত নওমুসলিম আব্দুল মোতালেবের স্ত্রী পারভীনকে একটি সেলাই মেশিন, ফরিদের স্ত্রী কামরুন্নাহারকে কিছু টিন ও সেলাই মেশিন দেওয়ার আশ্বাস দেন ইউএনও। অনুদানের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, এটিও শরীফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।