মাধবপুরে সার ও কীটনাশক ব্যবসায়ীদের জরিমানা

মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ দুপুর
_original_1758689274.jpg)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, সারের অতিরিক্ত মূল্য গ্রহণ এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির উপস্থিত ছিলেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে ক্যাশ মেমো ও রেজিস্টার ছাড়াই সার ও কীটনাশক বিক্রি করার অপরাধে চারটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, জনস্বার্থে সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।