গাইবান্ধায় গণশুনানি অনুষ্ঠিত

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ বিকাল

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো DEMOCRACYWATCH EGFA Functional Activism and CSO Initiatives for Non-discrimination and Gender-equality (FACING) প্রকল্পের আওতায় এক গণশুনান।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণ, সরকারি সেবাদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় বৈষম্যহীনতা, লিঙ্গসমতা ও সরকারি সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা হয়। শুরুতে ফেসিং প্রকল্পের স্টাফদের আয়োজনে অতিথিদের স্বাক্ষর গ্রহণ ও সম্ভাষণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।পরে পরিচিতি পর্বে বক্তব্য দেন হোসনেয়ারা আন্ডার সুরভী।শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব ফিরোজ নুরুন্নবী মুগল।নাগরিকতা প্রকল্পের সার্বিক চিত্র উপস্থাপন করেন GFA প্রতিনিধি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম ময়না রাণীরায়।উন্মুক্ত আলোচনায় অংশ নেন সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা।
বক্তব্য রাখেন,উপসহকারী কৃষি কর্মকর্তা, মান্নারানী ও মোঃ মিজানুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উত্তমকুমার, স্বাস্থ্য সহকারী মোঃ হাবিবুর রহমান, নারী ইউপি সদস্য মোসা.মজিতা বেগম প্রমুখ। গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ইমু আলোচনায় যোগ দেন এবং সরকারি সেবা প্রদানের নানা বিষয় তুলে ধরেন। সমাপনী বক্তব্য,সমাপনী বক্তব্যে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শিদুর রহমান খান বলেন, গণশুনানি জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করে।এ ধরনের উদ্যোগ সরকারি সেবা সহজলভ্য ও জবাবদিহিমূলক করতে সহায়ক ভূমিকা রাখবে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজন স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে।