বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

গাইবান্ধায় গণশুনানি অনুষ্ঠিত


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ বিকাল

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো DEMOCRACYWATCH EGFA Functional Activism and CSO Initiatives for Non-discrimination and Gender-equality (FACING) প্রকল্পের আওতায় এক গণশুনান।‎

সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণ, সরকারি সেবাদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় বৈষম্যহীনতা, লিঙ্গসমতা ও সরকারি সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা হয়।‎ শুরুতে ফেসিং প্রকল্পের স্টাফদের আয়োজনে অতিথিদের স্বাক্ষর গ্রহণ ও সম্ভাষণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।পরে পরিচিতি পর্বে বক্তব্য দেন হোসনেয়ারা আন্ডার সুরভী।শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব ফিরোজ নুরুন্নবী মুগল।‎নাগরিকতা প্রকল্পের সার্বিক চিত্র উপস্থাপন করেন GFA প্রতিনিধি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম ময়না রাণীরায়।‎উন্মুক্ত আলোচনায় অংশ নেন সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা।

বক্তব্য রাখেন,উপসহকারী কৃষি কর্মকর্তা, মান্নারানী ও মোঃ মিজানুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উত্তমকুমার, স্বাস্থ্য সহকারী মোঃ হাবিবুর রহমান, নারী ইউপি সদস্য মোসা.মজিতা বেগম প্রমুখ।‎ গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ইমু আলোচনায় যোগ দেন এবং সরকারি সেবা প্রদানের নানা বিষয় তুলে ধরেন।‎ সমাপনী বক্তব্য,‎সমাপনী বক্তব্যে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শিদুর রহমান খান বলেন,‎ গণশুনানি জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করে।এ ধরনের উদ্যোগ সরকারি সেবা সহজলভ্য ও জবাবদিহিমূলক করতে সহায়ক ভূমিকা রাখবে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজন স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত