বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ রাত

শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই, ৫ বলে তখন মাত্র ১ রান চাই। এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল টাইগাররা।

দুর্দান্ত এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশ তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোন একটি ম্যাচ জিতলেও সেমিফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামলান সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটালেও এবার দলের প্রয়োজনেই খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থামেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন এক হাজার রানের মাইলফলকও। শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার ফোর পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে তাসকিন আহমেদ আঘাত হানেন প্রথমে, এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে লঙ্কানরা ব্যাটিংয়ে থমকে গেলেও শেষ দিকে দারুণ ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান, ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদীর ঝুলিতে গেছে ২টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত