বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

শেরপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ দুপুর

১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডর। 

এ সময় ক্রীড়া সংস্থার সদস্য মো: জিন্নত আলী, বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং সভপতিত্ব করেন শেরপুর অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ শাকিল আহম্মেদ। 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন ২৮ জন বালক  এবং ২৭ জন বালিকাসহ মোট ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতার শুরুতে খেলোয়াড় গেঞ্জি প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ ও ফুল কুড়ানো, বেলুন ফাটানো, সফট বল নিক্ষেপ প্রভৃতি ইভেন্টের আয়োজন করা হয়। 

অতিথিবৃন্দ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন মোঃ জিন্নত আলী, আব্দুল মান্নান ও মোঃ মনিরুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত