বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ দুপুর

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার জোর প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময় সার্জিও গোর তার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনর্জাগরণ, রোহিঙ্গা সংকট ও ঢাকাকে ঘিরে ছড়ানো অপতথ্য মোকাবিলা- এসব বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে কক্সবাজারের শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা প্রত্যাশা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

ড. ইউনূস আরও উল্লেখ করেন, সার্কের কার্যক্রম এক দশক ধরে স্থবির হয়ে আছে, তাই সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা দেশের উন্নয়নকে নতুন মাত্রা দেবে।

এ ছাড়াও নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তার মতে, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত