সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন

আরবান ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ দুপুর
_original_1758351897.jpg)
শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আগামীকাল (রোববার ২০ সেপ্টেম্বর)। এই দিন থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। তবে চলতি বছরের ছুটির তালিকায় শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।
একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতরের ছুটির তালিকায়ও নেই মহালয়ার ছুটি। তবে এই দিন সাধারণত অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এরপর শুক্র ও শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি অধিদফতরের ছুটির তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি দেখা যায়নি।