পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবির বদলি, নতুন কর্মস্থল বিএমইটি

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৪০ রাত
_original_1754230030.jpg)
নেত্রকোণার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরকে বদলি করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
৩১ জুলাই প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ নতুন কর্মস্থলে যোগ দেবেন। আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে তাকে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তাকে ‘স্ট্যান্ড রিলিজড’ (স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত) হিসেবে বিবেচনা করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসান মো. রাশেদের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই বদলি জনস্বার্থে করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
পূর্বধলা উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও রেজওয়ানা কবির প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক মনোভাব এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং জনসেবায় আন্তরিকতার জন্য তিনি প্রশংসিত হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তিনি মোহনগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পূর্বধলা ছিল ইউএনও পদে তার দ্বিতীয় কর্মস্থল।