শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৫, ০১:০৩ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
 
আটককৃতরা হলেন সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০),ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮),নরসিংদী জেলার পলাশ থানার দক্ষিণ পারলিয়া গ্রামের মো. বুলবুলের ছেলে মো. কাউসার (৩০) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চরলাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সুলতানপুর এলাকার মো. বাবুল মিয়ার বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
 
পরবর্তীতে বাবুল মিয়ার বসতঘর তল্লাশি করে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুইটি বস্তায় পাওয়া যায় মোট ৫০ কেজি গাঁজা।
 
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তুফা জানান, আটক বাবুল মিয়া ও জহির মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত