বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি দুই সাঁতারু

আরবান ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৪ দুপুর
_original_1754127249.jpg)
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
সিঙ্গাপুরে দুই নম্বর হিটে পুলে নামেন অ্যানি। ৩১.৩৯ সেকেন্ডে ৯ জনের মধ্যে ৬ষ্ঠ হয়ে সাঁতার শেষ করেন তিনি। সবমিলিয়ে ১০০ জনের মধ্যে হয়েছেন ৯২ তম। এই ইভেন্টে তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং ৩১.০৪ সেকেন্ড।
একই দিন পুলে নামেন সামিউল ইসলাম রাফি। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে দুই নম্বর হিটে ২৭.২১ সেকেন্ড টাইমিং নিয়ে ৬ষ্ঠ হন তিনি। সবমিলিয়ে ৬০ সাঁতারুর মধ্যে হয়েছেন ৫৫ তম। এই ইভেন্টে তাঁর সেরা টাইমিং ২৫.৩১ সেকেন্ড।