পূর্বধলায় এসএসসি-২০২৫ ও এইচএসসি-২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০২:৪৯ দুপুর
_original_1754038037.jpg)
"যোগ্যতার স্বীকৃতি, আগামীর সুনাগরিক সৃষ্টি" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় মাধ্যমিক ২০২৫ ও উচ্চ মাধ্যমিক ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং ২নং হোগলা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকসানা আমিন।
প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান।
অনুষ্ঠানে হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ খোকনের সভাপতিত্বে এবং সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মাজহারুল ইসলাম, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সরকার, পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বদরুজ্জামান মিন্টু, পানিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং হোগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান তোতা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে হোগলা ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। স্থানীয়ভাবে এমন আয়োজন সমাজের জন্য ইতিবাচক বার্তা দেয়।”
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এ ধরনের স্বীকৃতিকে আনন্দের সঙ্গে গ্রহণ করেন। অনেকেই বলেন, পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ তৈরিতে এমন সম্মাননা বড় ভূমিকা রাখে।