শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

শেরপুরে জুলাই পুনর্জাগরণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০১ আগস্ট ২০২৫, ০৩:০৫ দুপুর

শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সরকার অধ্যাপক রুবেল প্রকৃতিজন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনি সুরাইয়া মিলোজ,  বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছাত্রছাত্রীদের মাঝে যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাভাবনা ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগীরা প্রাণবন্ত অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবারুণ পাবলিক হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের মধ্যে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শেরপুর পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত