রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

শেরপুরে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৫, ০৩:২৬ দুপুর

 শেরপুরে জুলাই পুনর্জাগরণ এর অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট  শনিবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।

অভিভাবক সমাবেশের মাধ্যমে জুলাই বিপ্লবের শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো হয়। সমাবেশে মূলত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজিয়া জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ সহ জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা পরিবার, সুশীল সমাজ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত