মাধবপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: দুই যুবক আটক, দুই দালাল পলাতক

মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৩:৩৭ দুপুর

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ঢাকা জেলার দক্ষিণখান থানার উত্তরপাড়া ফয়জাবাদ মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. মনির উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম(৪০) এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. ফাহিম (২২)।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল দ্রুত পালিয়ে যায়। পলাতক ওই দুই জনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) ও কামাল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২০)।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত পলাতকদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এদিকে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্ল্যাহ জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী কিছু এলাকায় দালালচক্র সক্রিয়ভাবে অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করে আসছে। এ ধরনের তৎপরতা বন্ধে বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।