শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ১১:০৩ দুপুর

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পরই দলটি চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

সংঘর্ষের কারণেই কি এই সিদ্ধান্ত- জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটুকুই বলার আছে।’

এর আগে, মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলায় বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারসহ ২০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত