সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশিরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৫, ০৩:০৮ দুপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (০৩ আগস্ট২০২৫তারিখে) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
মোহাম্মদ বশির হিউস্টন বিএনপি টেক্সাস, যুক্তরাষ্ট্রের প্রতিষ্টাতা,নিউইয়র্ক স্টেট কমিটির সম্মানিত সদস্য, বিএনপির আজীবন সদস্য, প্রাক্তন সদস্য, ছাত্রদল ময়মনসিংহ, আটপাড়া উপজেলা বিএনপির সদস্য, ইউএসএ বিএনপির আজীবন সদস্য। 
সভায় মোহাম্মদ বশির বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আটপাড়া ও কেন্দুয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ বশির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত