পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ দুপুর
_original_1758265209.jpg)
নেত্রকোণার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান খান উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গ, সমন্বয়কবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সভার সাথে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় বক্তাগণ পূর্বধলা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সেই সাথে সেগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান। এ সময় আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার ভগ্নদশার কথা তোলে ধরা হয়। সেই সাথে যে সেকল রাস্তা সংস্কারের পথে অসম্পুর্ণ অবস্থায় পড়ে আছে সেগুলিও দ্রুত শেষ করার আহবান জানান। উপজেলা সদরে নাজুক ড্রেনেজ ব্যবস্থা, স্টেশন রোডের ব্র্যাক অফিসের সামনে রাস্তার বেহাল দশা, মঙ্গলবাড়ীয়া রোড, গার্লসস্কুল রোডের জলাবদ্ধতা, যানজট, ঘাগড়া, বাড়হা রোডের ভগ্ন দশা, ইছুলিয়া এলাকায় ব্রিজের ভাঙ্গন ইত্যাদি সমস্যার কথা তোলে ধরা হয়। এছাড়া উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড়ের পার্কে যাওয়ার রাস্তা তৈরী ইত্যাদি নানা বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হয়। সেই সাথে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃংখলার উন্নয়নে, ইভটিজিং ও মাদক নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান খান সবার মতামত লিপিবদ্ধ করেন এবং পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উপজেলার উন্নয়নে এ সকল সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সাইদুর রহমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল আজিজ তালুকদার, উপজেলা জামায়াতের সাবেক আমির মাও: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আব্দুল মান্নান, শেখ আব্দুর রাশিদ, বিএনপি নেতা দেলোয়ার আহমেদ দর্পন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সাধারন সম্পাদক মুফতি তোফাজ্জল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পূর্বধলা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাও: আমিনুল হক লিমন, সাংবাদিক এমদাদুল ইসলাম, কালবেলার উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, সাংবাদিক মো: নুরুল ইসলাম প্রমুখ। এ সময় নবযোগদানকৃত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের বদলীর পর প্রায় একমাসের অধিক সময় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন নেত্রকোণা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। পরে গত ১৪ সেপ্টেম্বর রবিবার বতর্মান উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান খান যোগদান করেন। তার বাড়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। এছাড়া একই সাথে বিদায়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতারের বদলী হলে নতুন এসিল্যান্ড হিসেবে জাকিয়া সুলতানা রোজি যোগদান করেন এবং নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান গত ১০ সেপ্টেম্বর তারিখ যোগদান করেন।