শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ দুপুর

কেবলমাত্র গরু-ছাগল, গাবাদিপশু, হাঁস-মুরগী, ফসলের মাঠের খোঁজখবর করলেই চলবে না, সম্পদ ভাবলে চলবে না। নিজের সন্তানের প্রতি আরও যত্নবান হতে হবে, প্রতিদিন নিয়মিত খোঁজখবর রাখতে হবে। কোথায় যায়, কী করে, কাদের সাথে মেলামেশা করে, সব বিষয়ে খবরাখবর রাখতে হবে। সন্ধ্যায় সন্তান ঘরে ফিরলো, নাকি অন্যকোথাও গেলো, সেটা খেয়াল রাখতে হবে। সন্তানকে সম্পদে পরিণত করতে না পারলে কোন সম্পদই কাজে আসবে না। এজন্য সবাইকে এখন থেকেই সচেতন হতে হবে। শিশুর পরিপূর্ণ বিকাশে মনোযোগী হতে হবে। শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত এক মা সমাবেশে এমন কথা বলেন সিপিবি নেতা মোলায়মান আহমেদ।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার বলাইরচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এর আয়োজনে এ মা সমাবেশটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দিন দিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। শিক্ষরা প্রশিক্ষিত। নিয়মিত মনিটরিং হচ্ছে, জরিপ হচ্ছে। তারপরও শিশুরা কিন্ডারগার্টেন, মাদ্রাসা মুখী হচ্ছে। টাকা দিয়ে সেখানে পড়ালেখা করছে। এমনও প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে ৬ জন শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র সংখ্যা মাত্র ১৪। এটা কেন হচ্ছে। প্রাথমিক শিক্ষার এমন চিত্র কেবল শেরপুরের নয়, সারাদেশের। এ বিষয়ে ভাবতে হবে, কারণ অনুসন্ধান করতে হবে এবং প্রযোজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান। তিনি মা-দের উদ্দেশ্যে বলেন, শিশুদের সুস্থ্য রাখার জন্য মা-দেরকে আগে সুস্থ্য থাকতে হবে। এজন্য নিজেদের শরীরের প্রতি যতœবান হওয়ার জন্য, সময়মতো খাবার গ্রহনের পরামর্শ দেন। তিনি শিশুরা বিদ্যালয়ে আসার সময় তাদেরকে হালকা টিফিন সাথে দেওয়ার আহবান জানান। আগামী মাসে শিশুরা যাতে বিনামুল্যে দেওয়া টাইফয়েড টিকার ভ্যাকসিন নেয়, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার কথা বলেন। তিনি বাল্যবিয়ে রোধ ও মাদক নিয়ন্ত্রণে মা-দেরকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয়, সে বিষয়ে তিনি সাধ্যমতো চেষ্টা করছেন এবং করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুন অর-রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ। এতে উদ্দীপনামুলক বক্তব্য রাখেন শিক্ষক, কবি-গবেষক জ্যোতি পোদ্দার, আইসিটি উদ্যোক্তা মাওলানা মিনহাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মন্মথ দে মহাবিদ্যায়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম সেলিম, প্রধান শিক্ষক এস.এম. আবু হান্নান, সিপিবি নেতা মোলায়মান আহমেদ প্রমুখ।
বেসরকারী উন্নয়ন সংস্থা আইইডি’র সহযোগিতায় মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে ছেলে ও মেয়দের জন্য ফুটবল উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের টার্ম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ মা সমাবেশে শতাধিক মা এবং শিশু ও পুরুষ সহ দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।