নেত্রকোনায় ডিবি পুলিশের হাতে ৮ জুয়ারী আটক

এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ দুপুর
_original_1757742027.jpg)
নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই ইকবাল এর নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়ারীরা হচ্ছে, মীর্জাপুর গ্রামের খায়রুল ইসলাম (৩৩), কাছম আলী(৫৫), রাহাত ইসলাম (১৮), বুলবুল মিয়া (৫০), মোঃ হেলিম মিয়া (৪৫), মোঃ বিল্লাল হোসেন (২৬), ফুল মিয়া (৩৫) ও রবিন হাসান (২৫)।
আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করে আসামিদের শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।