রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ছোনটিয়া ময়নার মোড়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ বিকাল

জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ময়নার মোড়ে সাইফুল ইসলাম মেধাসিঁড়ি মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

১৩ সেপ্টেম্বর-২০২৫ তারিখ (শনিবার) সকাল ১১টায় ২০২৪ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মুক্তাদিরুল হক (সুজন), চাকুরীজীবী, ঢাকা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাত হোসেন বি এ (প্যানেল চেয়ারম্যান) ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ, জামালপুর সদর, জামালপুর, মোঃ ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, দুবাই হসপিটাল বিডি, দিগপাইত, জামালপুর সদর, জামালপুর।

অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন মোঃ শওকত হোসেন কাজল বিএসসি, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মেধাসিঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মৌসুমী আক্তার, জেমি আক্তার প্রমুখ।

সাইফুল ইসলাম মেধাসিঁড়ি মডেল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত