সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

হাওরাঞ্চলে সাড়ে তিন কোটি টাকার ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি জনগনের কোন কাজে আসছে না


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ০৯ আগস্ট ২০২৫, ০৪:৫৫ দুপুর

নেত্রকোণার হাওরাঞ্চলে প্রায় তিন বছর আগে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত খালিয়াজুরী ফায়ার স্টেশনটি মাত্র ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না। ফলে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওরাঞ্চলের জনগন । 
 
প্রতি বছর হাওরাঞ্চলে নানা ধরনের অগ্নিকান্ড, নৌ দুর্ঘটনাসহ সড়ক দুর্ঘটনায় একদিকে যেমন সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, অপরদিকে অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাওর উপজেলা হিসেবে পরিচিত খালিয়াজুরীবাসী দীর্ঘ দিন যাবৎ তাদের উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবী জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে সরকার ২০২০ সালে
খালিয়াজুরী উপজেলায় হাওরাঞ্চল উপযোগী একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। নেত্রকোনা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে খালিয়াজুরী উপজেলা সদরে এই স্টেশনটি নির্মিত হয়। এর কাজ শেষ হয় ২০২৩ সালে। তিন বছর আগে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণ কাজ শেষ হলেও মাত্র ২০০ মিটার সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় সেটি হাওরাঞ্চলে জনগনের কোন কাজে লাগছে না। ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হাওরবাসী দ্রুত এই স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন।
 
খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্টু  বলেন, ফায়ার স্টেশনটির নির্মাণ কাজ তিন বছর আগে শেষ হলেও স্টেশন থেকে মুল সড়কে যেতে মাত্র ২০০ মিটার সংযোগ রাস্তা অধ্যাবদি পাকাকরণ না করায় সেটি চালু হচ্ছে না। এলাকায় অগ্নিকান্ড বা নৌকাডুবি ঘটলে এলাকার জনগণ খুবই অসহায় হয়ে পড়ে। তিনি ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালুর জন্য উর্ধতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করেন।
 
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, নেত্রকোণার ৪০৮ বর্গ কিলোমিটারের হাওরাঞ্চলে ৭ লাখেরও বেশি মানুষের বসবাস। এসব মানুষদের সেবা দিতে ফায়ার স্টেশনটি নির্মিত হলেও এখনও সেটি চালু হয় নি। অযত্ন অবহেলায স্টেশনটি পড়ে থাকায় অবকাঠামোসহ যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। স্টেশনটি মাদক সেবনসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে। আমরা অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনটি চালুর দাবী জানাচ্ছি।
 
নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোণার হাওরাঞ্চলে গত ৫ বছরে ১২টি নৌ দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকান্ড, ৮টি সড়ক  ও ২৯টি অন্যান্য দুর্ঘটনাসহ মোট ৩৬০টি দুর্ঘটনায় ৫৪ জন প্রান হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে, আনুমানিক ৪ কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকার। এ অবস্থায় হাওর উপজেলা খালিয়াজুরী সদরে তিন বছর আগে তিন কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাওরাঞ্চল উপযোগী ফায়ার স্টেশন। কিন্তু স্টেশনটি থেকে বের হওয়ার ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে চালু না হয়ে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে স্টেশনটি। 
 
তিনি আরো জানান, হাওর উপযোগি সেবা প্রদানের সব সরঞ্জামাদিসহ ফায়ার স্টেশনটি প্রস্তুত আছে। ফায়ার স্টেশনের জন্য ফায়ার ফাইটার, ডুবুরী, দক্ষ জনবল, আধুনিক গাড়ী ও স্প্রীড বোট বরাদ্দ রয়েছে। ২০০ মিটার রাস্তা পাকা করা হলে দ্রুত সব ধরনের সেবা দেয়া সম্ভব হবে।
 
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ অনেক আগেই শেষ হয়েছে। গণপূর্ত বিভাগ এটি ফায়ার সার্ভিসের কাছে 
হস্তান্তরের জন্য চিঠি দিয়েছে। সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় তারা এটি রিসিভ করছে না। গণপূর্ত বিভাগ জানিয়েছে, পরবর্তীতে একটা প্রকল্প করে রাস্তাটি পাকা করণ করে দিবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত