জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পূর্বধলা উপজেলা শাখার কমিটি গঠন

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ বিকাল

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার আওতাধীন পূর্বধলা উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ওয়াসিমুল বারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি জিয়াউর রহমান (আজকের আরবান), যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজিব (আজকের আরবান), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সাকিব (মানবকণ্ঠ), সম্মানিত সদস্য দুলাল মণ্ডল (দৈনিক সংলাপ), মোহাম্মদ এরশাদ আলী (রিফ্রেকশন নিউজ), মো. আল ইমরান (দৈনিক দিনকাল), আমিনুল হক (পূর্বধলা দর্পণ) ও আশিক মোস্তফা সজিব (সুমেশ্বরী বাংলা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সালাম ও সহসাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান হৃদয়।
এছাড়া পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সহসভাপতি নুর আহমদ খান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ।
কমিটির উদ্দেশ্য সম্পর্কে সভাপতি ওয়াসিমুল বারী বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার চর্চাকে আরও সুসংহত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাই সাংবাদিকতার পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয়তাবাদী দলের নীতিকে এগিয়ে নিতে আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব।