বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়ত অনুষ্ঠিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ রাত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে নারান্দিয়া, গোহালাকান্দা ও বৈরাট্টি ইউনিয়নের দায়িত্বশীল তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলার শ্যামগঞ্জ বাজারের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে হাতপাখা মার্কার প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মেসবাহ এবং প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। 

বক্তারা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং ইসলামী আন্দোলনের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত